বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর মহানগর টঙ্গীর পূর্ব মরকুন এলাকায় ৩০ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখ রবিবার ভোর রাতে যাভান নামের একটি অাবাসিক হোটেল থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি সাংবাদিক কাজী রফিক কে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে খোজ নিয়ে জানা যায়,সাংবাদিক কাজী রফিক রবিবার ভোর রাতে টঙ্গীর পূর্ব মরকুন এলাকায় যাভান নামের ঔ অাবাসিক হোটেলের ভিতরে ঢুকে কর্মচারী মিলিকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এ সময় হোটেলের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক কাজী রফিক কে গণধোলাই দেয়। পরে টঙ্গী থানা পুলিশকে খবর দিলে,থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়। পরে নারী ও শিশু নির্যাতন অাইনে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। টঙ্গী পূর্ব থানার মামলা নং-(২৭) তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৮ইং। এ বিষয়ে কথা বলতে টঙ্গী পূর্ব থানার ওসি’র সরকারি অফিসিয়াল মোবাইল (০১৭১৩৩৭৩৩৬৪)নাম্বারে কলদিয়ে পাওয়া যায়নি।