আলোকিত টেকনাফ

নাফ নদীতে বাংলাদেশ-মিয়ানমার বর্ডার গার্ডের যৌথ টহল

আব্দুর রহীম, স্টাফ করস্পন্ডেন্টঃ-

নাফ নদীতে ফের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড (পুলিশ) এর মধ্যে যৌথ টহল সম্পন্ন হয়েছে। ২ বিজিবির অধিনায়ক আসাদুদ-জামান চৌধুরী জানান, শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এ টহল অনুষ্ঠিত হয়।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শাহ পরীর দ্বীপ বিওপির সুবেদার মো. এনায়েত আলীর নেতৃত্বে ১২ সদস্যের এবং মিয়ানমারের নম্বর ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনের ম্যাগিচং ক্যাম্পের পুলিশ লে. নে নে অংয়ের নেতৃত্বে ১১ সদস্যের টহল দল ২টি করে স্পিডবোট যোগে বিআরএম-২ হতে বিআরএম-৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন।

এ সময় উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় করেন। যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করেন।

এর আগে, গত ৫, ১৪, ২০, ২৭ মার্চ এবং ২০ জুন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি এবং হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে ৫টি যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *