বাড়িবাংলাদেশ‘নেত্রী কঠোর বার্তা দিয়েছেন’

‘নেত্রী কঠোর বার্তা দিয়েছেন’

খুলনার নেতাদের কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানিয়ে দিলেন ‘সবার সব খবর জানি, কোন্দল করলে কাউকে ছাড়া হবে না।’ শেখ হাসিনা বলেন, ‘গতবার নির্বাচনে দলাদলি করে আওয়ামী লীগের প্রার্থীকে হারানো হয়েছে। আমার কাছে প্রতিবেদন আছে, এখনো কারা কোন্দল করছে।’

বৈঠকের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ তালুকদার আবদুল খালেকের সঙ্গে কথা বলেন। তালুকদার খালেক প্রধানমন্ত্রীকে বলেন, দলে যেন কোন্দল না সৃষ্টি হয়, সেই বিবেচনা থেকেই তিনি মনোনয়ন ফরম কেনেননি। খুলনার নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী বলেন ‘ আমি নিজে সব কিছু খেয়াল রাখছি। সবাই এক সঙ্গে মিলে মিশে কাজ করেন।’

মনোনয়ন লাভের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালুকদার আবদুল খালেক ‘বাংলা ইনসাইডার’কে বলেছেন, ‘২০০৮ সালে আমরা ঐক্যবদ্ধ ছিলাম জন্যই জয়ী হয়েছিলাম। আর ২০১৪ তে খুলনার ইতিহাসে সব থেকে বেশি উন্নয়ন কাজ করার পরও শুধু কোন্দলের জন্য আমরা হেরেছি।’ তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ‘নৌকা’ কে খুলনায় কেউ হারাতে পারবে না।’ তিনি বলেন, নেত্রী এবার কঠোর বার্তা দিয়েছেন। আমরা সবাই নেত্রীর কাছে ওয়াদা করেছি যে, ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

তালুকদার আবদুল খালেক বলেন, ‘গত পাঁচ বছর বিএনপি মেয়র কোনো কাজই করেননি। এজন্য খুলনাবাসী নৌকাকে বিজয়ী করার অপেক্ষায় আছে।’ বাংলা ইনসাইডার

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments