বাংলাদেশ

‘বলার স্বাধীনতা না থাকলে কথাগুলো বললেন কিভাবে’

।।  আলোকিত নিউজ ডেস্ক ।।

আমাদের দেশের কিছু রাজনৈতিক দল এবং যারা দল করে না তারাও একটি কথা বলে যাচ্ছেন, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু কথা বলার স্বাধীনতা না থাকলে কথাগুলো বললেন কিভাবে বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে’র দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা সরকারে আছি তারপরও আমাদের বিরুদ্ধে গণমাধ্যমে পজেটিভ খবরের চেয়ে নেগেটিভ খবরই বেশি।’

বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা সাংবাদিক ইউনিয়ের সভাপতি আবু জাফর সূর্যসহ সারাদেশের বেশ কয়েকটি সাংবাদিক ইউনিয়নের সভাপতিরা।

সূত্রঃ সারাবাংলা.নেট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *