বাড়িকক্সবাজারবাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু

বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু

।। বিশেষ প্রতিনিধি ।। 

রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোর দেবে ঢাকা।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠক শুরু হয়। যৌথ ওয়ার্কিং গ্রুপের  এই বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক নেতৃত্ব দেবেন। অন্যদিকে, মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে নেপিডোর পক্ষে নেতৃত্ব দেবেন।

এর আগে বাংলাদেশ-মিয়ানমারের যৌথ ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকটি গত ১৫ জানুয়ারি নেপিডোতে অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রত্যাবাসনের জন্য আরও একটি তালিকা ঢাকার পক্ষ থেকে নেপিডোকে দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের শূন্য রেখায় অবস্থানকারী প্রায় সাত হাজার রোহিঙ্গা শরণার্থীকে যেন মিয়ানমার সরাসরি ফিরিয়ে নিয়ে যায় সে বিষয়ে আবারও বিশেষ গুরুত্ব দেবে ঢাকা।

এ ছাড়া এই বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে, প্রতিদিন কিছু সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। মিয়ানমার যেন এই বিষয়টি সম্পূর্ণ বন্ধ করে।

সূত্রঃ সারাবাংলা.নেট

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments