বান্দরবানে র্যাবের অভিযানে ১,০৫,০১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩৫,০০০ কেজি মদ তৈরির উপকরণসহ আটক ০১
শাহ্ মুহাম্মদ রুবেলঃ-
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব ৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বান্দরবান জেলার লামা থানাধীন আজিজনগর এলাকায় দেশীয় মদ উৎপাদন, মজুদ এবং ক্রয়-বিক্রয় করে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ জুন ২০১৮ ইং তারিখ ১০ঃ০০ ঘটিকা হতে ১৫ঃ০০ ঘটিকা পর্যন্ত র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মদ তৈরি রত অবস্থায় আসামী ১। মং মার্মা (২৫), পিতা- মৃত মং মং মার্মা, ২। বাবু মার্মা (২০), পিতা- থায়াচিং, উভয় গ্রাম- আজিজ নগর (হেডম্যান পাড়া), থানা- লামা, জেলা- বান্দরবানদের’কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রামের অভ্যন্তরে প্রায় অর্ধশত বসতগৃহ তল্লাশি করে ড্রাম, বালতি, পাতিল, মাটির নিচে ড্রামে, প্লাষ্টিকের জারিকেন, প্লাষ্টিকের কন্টিনারে রক্ষিত অবস্থায় ০১ লক্ষ ০৫ হাজার ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩৫ হাজার কেজি মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এসময় জনাব মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা এর উপস্থিতিতে উদ্ধারকৃত ০১ লক্ষ ০৫ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩৫ হাজার কেজি মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ০৫ কোটি ২৫ লক্ষ ০৫ হাজার টাকা।