আলোকিত টেকনাফকক্সবাজারবাংলাদেশসারাদেশ

বিএনপির গণজোয়ার দাবি দিবাস্বপ্ন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনে ভাটা নির্বাচনেও ভাটা। তারা কখনো জোয়ার দেখেনি আর দেখবেও না। তাদের গণজোয়ার দাবি দিবাস্বপ্ন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইনশাল্লাহ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপি আর রাজনীতিতে জোয়ারের দেখা পাবে না। তারা ভাটাতেই থাকবে।

তিনি বলেন, দুঃসময়ের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচবে না, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়ন বাঁচবে না, বাংলাদেশের অর্জন হবে না। তাই যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

তিনি আরও বলেন, ক্ষমতার অহংকার পতনের কারণ যেন না হয়। ক্ষমতা যেন আমাদের নেতাকর্মীদের বিনয়ী করে, অহংকারী নয়। বিনয়ী যত হবেন তত আপনি বড় হবেন। বিনয়ী হলে জনগণ আরও ভালবাসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *