আলোকিত টেকনাফ

বিজিবি-বিজিপি যৌথ টহল আগামী ১২ই জুলাই অনুষ্ঠিত হবে

মিজানুর রহমান নিজান, স্পেশাল করসপন্ডেন্টঃ—-

শরীফুল ইসলাম জোমাদ্দার অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, টেকনাফ স্বাক্ষরিত বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল পরিচালনা প্রসংগে এক প্রেস বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নং-১২/২০১৮) জানান,

২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিআরএম-০৫ হতে বিআরএম-০৮ পর্যন্ত আগামী ১২ জুলাই ২০১৮ তারিখ ১০ঃ০০ ঘটিকা হতে প্রতিপক্ষ বিজিপি এর সাথে একটি যৌথ টহল অনুষ্ঠিত হবে। উক্ত টহলে বিজিবি এর পক্ষে সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং বিজিপি এর পক্ষে  বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের চুরহঢ়যুঁ ক্যাম্পের চড়ষরপব গধলড়ৎ গুরহঃ ঐঃধু নেতৃত্ব দেবেন।

এখানে উল্লেখ্য যে, গত ০৫, ১৪, ২০, ২৭ মার্চ ২০১৮ ও ২০, ২২, ২৭, ৩০ জুন ২০১৮ এবং ০৮ জুলাই ২০১৮ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি, হৃীলা ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি এর সাথে ০৯ টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *