মহেশখালীতে অস্ত্র কারিগর ইসহাক গ্রেফতার, অস্ত্র উদ্ধার
মহেশখালী প্রতিনিধি |
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ী এলাকায় ২৩ সেপ্টেম্বর রোববার অস্ত্র তৈরীর কারখানায় পুলিশের সাথে শীর্ষ সন্ত্রাসী, তালিকাভূক্ত অস্ত্র কারিগরদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
এসময় পুলিশ অস্ত্র তৈরীর কারিগর ইসহাক (৩২) কে ১টি বন্দুক সহ গ্রেপ্তার করে।
পরে তাদের অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে অারো ১০টি দেশীয় তৈরী বন্দুক, ১০ টি তাজা কার্তুজ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত ইসহাক বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল পাহাড়তলী গ্রামের অালী অাহমদের পুত্র।
মহেশখালী থানার ওসি প্রদিপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।