বাংলাদেশ

মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই

মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মারা গেছেন।
শনিবার সকালে তিনি মারা যান। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রশান্ত ইত্তেফাকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। ২০১৪ সালে শেখ হাসিনার সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রবীণ এই নেতা। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক গুরুতর অসুস্থ হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি করা হয়। কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *