শাহ্ মুহাম্মদ রুবেল, সম্পাদক
আলোকিত টেকনাফ ডটকম
কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দলের সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় কক্সবাজারে কাছের উপজেলা রামু থানার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার জামে মসজিদ এলাকায় এক অভিযান চালিয়ে মাদকসহ রিয়াজ উদ্দিন(৩১) নামে ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রামু থানার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে আটক করে। । পরে তার হেফাজত থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মহেশখালী থানর শাপলাপুর ইউনিয়নের অলি আহমদের ছেলে। গ্রেপ্তারকৃতকে উদ্ধারকৃত আলামতসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুক্রবার (১৯ জুন) পর্যন্ত শ্বাসরুদ্ধকর দুটি পৃথক অভিযানে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।