শাহজাহান চৌধুরী শহীন :
কক্সবাজারের রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানা পুল অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ মাইক্রো ও মালিক আটকে করা হয়েছে।
১৭ বিকাল ৩ টার সময় রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে এস আই হুমায়ুন কবির এস আই চন্দন সিনহা এস আই জামাল ও ফোর্সসহ ডিউটি করা কালে এ অভিযান চালায়। এসময় টেকনাফ হতে আগত হাইচ মাই ক্রোবাস ( চট্র মেট্টো- ছ ১১ ১৪৫৮) গাড়ীতে তল্লশী করে স্পেয়ার চাকার ভিতর হতে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবংচালক/ মালিক মো: বেলাল (২৫), পিতা হাফেজ হামিদুল হক, সাং পালং খালী থানা উখিয়া কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় থানায়য় মাদক দ্ ব্য আইনে মামলা হয়েছে।