বাড়িসারাদেশশিক্ষার্থীদের দেশসেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান ৯ এমপির

শিক্ষার্থীদের দেশসেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান ৯ এমপির

।। আলোকিত নিউজ ডেস্ক ।।

মাদারীপুরের শিবচরের শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন সংরক্ষিত আসনের আট নারী এমপিসহ নয়জন এমপি। মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার।

এতে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও ভবিষ্যত জীবন গঠন নিয়ে সংরক্ষিত আসনের ৮ নারী সংসদ সদস্য পৃথক পৃথক আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উন্নয়ন ঘটানোর মাধ্যমে দেশের সেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন এমপিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন- ওয়াসিকা আয়শা খান এমপি, রোকসানা ইয়াসমিন ছুটি এমপি, কামরুন নাহার লাভলী এমপি, আখতার জাহান এমপি, সাবিনা আখতার তুহিন এমপি, অ্যাডভোকেট হোসনে আরা লাভলী এমপি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফর এমপি ও অ্যাডভোকেট নাভানা এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ কাজল কৃষ্ণ দে, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।

এছাড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার রাহা ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী।

পরে সংসদ সদস্যরা শিবচরের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড, দাদা ভাই উপশহর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়াম, উপজেলা পরিষদ, চৌধুরী ফিরোজা বেগম নাট্যমঞ্চ, শিল্পকলা একাডেমি, শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন। এরপর রিজিয়া বেগম মহিলা কলেজের চারতলা ভবনের উদ্বোধন করেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments