সড়কে মৃত্যুর মিছিল থামছে না, কক্সবাজার সড়কে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১

হাবিবুল ইসলাম হাবিব, স্টাফ রিপোর্টার ::

কক্সবাজার হাইওয়ে রোডে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে  জাদিমোরা ওমর খালের উপরের ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জাদিমোরা ওমর খালের উপরের ব্রীজ এলাকায় নিহত এজজনের নাম কুলাল পাড়ার মীর কাশেমের পুত্র মুহিবুল আলম (২৬)।

হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি বলেন, স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৯) যাত্রীবাহী বাসটি টেকনাফ হতে কক্সবাজার  যাচ্ছিল। জাদিমোরা ওমর খালের উপরের ব্রীজ এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি আরো বলেন, দুর্ঘটনাস্থলের ব্রীজে একটি বাঁক আছে। বাঁকের কারণে যানবাহন দুটির চালকেরা পরস্পরকে দেখতে পাননি। তা ছাড়া দুটি যানবাহনই দ্রুতগতিতে চলছিল। এ কারণে চালকেরা নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এ কারণে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সড়কে যত ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম ও অবহেলা থাকা দরকার, তার সবকিছুই উপস্থিত ছিল দুর্ঘটনাস্থলে।বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে গত বছর দৈনিক ২০ জনের বেশি মানুষের প্রাণ গেছে সড়কে। আর সরকারি হিসাবে দৈনিক গড়ে প্রাণ গেছে ছয়জনের।এভাবে প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও তা প্রতিরোধে কার্যকর উদ্যোগে ঘাটতি রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *