সেন্টমার্টিনে ১ লক্ষ পিস ইয়াবাসহ আটক ১
আলোকিত টেকনাফ ডটকম ডেস্কঃ
টেকনাফ মডেল থানার আওতাধীন সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাঁড়ি দ্বীপের দক্ষিণপাড়া অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা বড়িসহ ১ জন পাচারকারীকে আটক করেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩ কোটি টাকা। ইয়াবাসহ আটক পাচারকারী সেন্টমার্টিনদ্বীপ দক্ষিণপাড়া মৃত মোঃ শফির পুত্র সাদ্দাম হোসেন (২৮) বলে পুলিশ সুত্র নিশ্চিত করেছে। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এমামলায় আরও ৩ জনকে পলাতক আসামী করা হয়েছে।
জানা যায়, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নির্দেশনায় সেন্টমার্টিন ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ ১৭ এপ্রিল ভোর সাড়ে পাঁচটায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিনপাড়ায় সাব্বির আহমদের ছেলে বেলাল আহমদের (৩২) বাড়ীতে অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ একই গ্রামের মৃত মোঃ শফির পুত্র সাদ্দাম হোসেনকে (২৮) আটক করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে ১৮ এপ্রিল দুপুরে জানান ‘অভিযান চলাকালে পুলিশ উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িত ঘরের মালিক বেলাল আহমদ, সেন্টমার্টিনদ্বীপের দক্ষিন পাড়ার খলিলুর রহমানের পুত্র আবু তালেব এবং মৃত সুলতান আহমদের পুত্র মোঃ জুবাইর পালিয়ে যায়। তাদেরকে পলাতক আসামী করা হয়েছে’।