হুমায়ূন রশিদ : টেকনাফের হোয়াইক্যংয়ে র্যাব সদস্যরা বসত-বাড়ি তল্লাশী করে মিয়ানমারের চোরাই সিগারেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। এই ঘটনায় বাড়ির মালিক দেশীয় চোরাকারবারীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, ২৪ সেপ্টেম্বর সোয়া ১২টায় র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘড়িয়া পাড়ায় আলী আহমদের পুত্র জয়নাল আবেদীন (৩৬) এর বসত-বাড়ি তল্লাশী চালিয়ে বিদেশী সিগারেটসহ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের জি-বøক-৩০ এর বাসিন্দা মৃত আবু শামার পুত্র নুর হাসিম (১৯) কে গ্রেফতার করে। এসময় বাড়ির মালিক জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত সিগারেট র্যাব ক্যাম্পে নিয়ে গণনা করে ৪৯ হাজার ৬শ পিস। যার বাজার মূল্য ৪ লক্ষ ৯৬ হাজার টাকা। এই ব্যাপারে ধৃত নুর হাশিমকে প্রধান ও জয়নালকে পলাতক আসামী করে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।