৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৪
নিজস্ব প্রতিবেদকঃ-
টেকনাফ সেন্ট মার্টিনের জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৮কোটি টাকার মূল্যমানের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।জানা যায়, সোমবার সন্ধ্যা সেন্ট মার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও ১টি ট্রলারসহ চারজনকে আটক করা হয়।যার আনুমানিক মূল্য ১৮কোটি টাকা। আটককৃৃত হচ্ছে নয়াপাড়া এলাকার জমির আহমেদের ছেলে লুৎফর রহমান (৩৪),একই এলাকার শাহ আলমের ছেলে রফিক আহমেদ(৩২) ও আব্দুস সালামের ছেলে কাশেমকে (৩৭) আটক করে।পরে আটককৃতদের দেয়া তথ্যে অভিযানের সময় পালিয়ে যাওয়া নৌকার মাঝি একই এলাকার আ. মজিদের ছেলে সুলতান মাঝিকে আটক করে কোস্টগার্ড।
সেন্টমার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ জানান, জব্দ ইয়াবাসহ আটককৃতদের আইনগত প্রক্রিয়া গ্রহন করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।