খাঁন মাহমুদ আইউব, স্টাফ রিপোর্টারঃ-
কক্সবাজার টেকনাফে ৩পাচারকারী সহ ১৫হাজার পিস ইয়াবা বড়ি আটক করেছে বিজিবি।আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ীরা ভূট্টো সহযোগী বলে জানা গেছে।
৪সেপ্টেম্বর (মঙ্গলবার)উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
দুপুর পৌনে ১টার সময় টহলদল ৩জন লোককে একটি ব্যাগ হাতে কামালের প্রজেক্ট এলাকাদিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে।বিজিবির উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পালাতে চেষ্টা করে।এসময় জওয়ানরা তাদের চতুরদিক দিয়ে ঘিরে আটক করে।আটককৃতরা হলেন,শাহপরীরদ্বীপ একালার আবুল আলমের পুত্র ওমর ফারুক(১৮),নাজিরপাড়া জালাল আহমদের পুত্র রফিক(১৮),একই এলাকার মৃত কালামিয়া হোসেনের পুত্র মোঃ আইউব(১৮)।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে,রফিক ও আইউব নাজির পাড়ার তালিকা ভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ভূট্টোর অন্যতম সহযোগী।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ২ বিজিবি অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী।