বাড়িআলোকিত টেকনাফঅনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট সাবরাং ফুটবল একাদশের বিশাল ব্যবধানে জয়

অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট সাবরাং ফুটবল একাদশের বিশাল ব্যবধানে জয়

শাহ্‌ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ ডটকমঃ-

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭)  সাবরাং ফুটবল একাদশ বনাম হোয়াইক্যং ফুটবল একাদশ মুখোমুখি হয়।

এর আগে ২ই সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান। বক্তব্য রাখেন,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া। উদ্বোধনী খেলায় টেকনাফ পৌরসভা ফুটবল একাদশ কে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ একাদশ ১-২ গোলে পরাজিত করে।

শুক্রবার বিকেল ৪ টায় ঐতিহ্যবাহি টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৬ তম দিনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সাবরাং ফুটবল একাদশ শুক্রবারের মধ্যকার ম্যাচে হোয়াইক্যং ফুটবল একাদশকে ৭ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়েন। পেনাল্টি বক্স থেকে প্রথম গোলের শুভসুচনা করেন সাবরাং ফুটবল একাদশের ৭ নং জার্সিদারি খেলোয়াড় মোঃ ইসহাক ।  দ্বিতীয় গোলটি করেন  ১১ নং জার্সিদারি খেলোয়াড় মোঃ শাকিল। তখনো ম্যাচের অনেক সময় বাকী। ততক্ষনে গ্যালারীতে হাজার হাজার দর্শক সমর্থক হাজীর। টান টান উত্তেজনা ।হোয়াইক্যং ফুটবল একাদশের মুহুর মুহুর আক্রমণ রুখে দিচ্ছে সাবরাং ফুটবল একাদশের ডিফেন্স। হোয়াইক্যং ফুটবল একাদশ সম্মিলিত আক্রমনে একটি গোল পরিশোধ করতে পারলেও এরপর উল্লেখযোগ্য তেমন শর্ট নিতে পারেনি। এর পর শুরু ১০নং জার্সির ম্যাজিক। ১০নং জার্সি পরিহীত মাঠে মোঃ রফিক। সাবরাং ফুটবল একাদশের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়ার। মোঃ রফিক তার উপর আস্তা এবং বিশ্বাস রেখেছেন হোয়াইক্যং ফুটবল একাদশের জালে পর পর ৫ পাঁচটি গোল করে। মোঃ রফিক  বুজিয়ে দিয়েছেন ১০নং জার্সির ম্যাজিক এবং কেন বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড় ১০নং জার্সি পড়ে।

এর আগে সাবরাং ফুটবল একাদশ নিজেদের প্রথম ম্যাচে বাহারছড়া ইউনিয়ন ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেন।

সাবরাং ফুটবল একাদশের  অধিনায়ক মোঃ কায়সাররের বিচক্ষণতার সাথে দলকে সামনে থেকে নেতৃত্ব সবার নজর কেড়েছে। সাবরাং ফুটবল একাদশকে পৃষ্টপোষকতা করছেন সাবরাং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুর হেসাইন।

ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ৭-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাবরাং ফুটবল একাদশ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments