বাড়িআলোকিত টেকনাফঅপহরণের ৩ দিন পর ফিরলো রোহিঙ্গা যুবক

অপহরণের ৩ দিন পর ফিরলো রোহিঙ্গা যুবক

বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে অপহৃত রোহিঙ্গা যুবককে ৩ দিন পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

রোববাার সকাল ১০ টার দিকে উপজেলার হ্নীলা নাফ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তানরের তথ্য নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) অধিনায়ক শিহাব কায়ছার খান।

তিনি বলেন, গত ২৬ জানুয়ারি রাতে উপজেলার হ্লেদা রোহিঙ্গা শিবিরের ডি-ব্লক সংলগ্ন তুলা বাগান এলাকা হতে ৪/৫জন অজ্ঞাত সন্ত্রাসীরা, নূরুল আমিনের ছেলে সাদ্দামকে অপহরণ করে। এই ঘটনার পর এপিবিএন সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। আজ সকালে হ্নীলা দরগাহ নাফ ফিলিং ষ্টেশনের সামনে অপহৃত সাদ্দামকে রেখে চলে যায় অপহরণকারীরা।

সংবাদ পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে এবং পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করেছেন এই এপিবিএন কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments