বাড়িআলোকিত টেকনাফঅপহৃত মিয়ানমারের দুই শিক্ষক বিজিপির নিকট হস্তান্তর

অপহৃত মিয়ানমারের দুই শিক্ষক বিজিপির নিকট হস্তান্তর

মিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষককে মিয়ানমার ২ বিজিপির নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১০টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩১/১ APB এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে মিয়ানমার ২ বিজিপির নিকট হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪ টার সময় টেকনাফ খারাংখালী বিওপির দায়িত্বপূর্ন মগপাড়া এলাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা দুই জনকে উদ্ধার করে।

জানা যায়, গত ১৬ জুন মিয়ানমারের মংডু জেলার থিনবাওয়ালা গ্রাম থেকে নিখোঁজ প্রধান শিক্ষক ইউ বো উইন এবং সহকারী শিক্ষক ডও ওহনমার কিয়াউকে অজ্ঞাত অপহরণকারীরা মিয়ানমার হতে কৌশলে বাংলাদেশ নিয়ে আসে।

এ বিষয়ে দায়িত্বশীল কেউ কোন কথা না বললেও একটি দায়িত্বশীল সংস্থা হস্থান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments