বাড়িআলোকিত টেকনাফঅবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ রোহিঙ্গা আটক

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ছয় রোহিঙ্গা নারী-পুরুষকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতারা।

 

শনিবার (১৯ অক্টোবর) ৬টায় সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ বলে জানিয়েছে পুলিশ।

 

আটককৃতরা হলেন- বালুখালী ক্যাম্পের তিনজন, কুতুপালং ক্যাম্পের দুইজন ও উনচিপ্রাং ক্যাম্পের একজন।

 

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোরে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকা থেকে দুইজন পুরুষ ও চারজন নারীসহ মোট ছয় রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে বিষয়টি টেকনাফ মডেল থানাকে জানালে এস আই জামসেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃতদের টেকনাফ থানায় নিয়ে আসে। উদ্ধারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা হাসেম ও লেঙ্গুর এলাকার বাসিন্দা সোনামিয়ার নেতৃত্বে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ট্রলারে ওঠার প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় সূত্রটি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তারা বলেন, উদ্ধারকৃতদের পরিবার ও ক্যাম্প মাঝিদের সংবাদ দেওয়া হয়েছে। তারা উপস্থিত হলে যাচাই করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments