বাড়িআলোকিত টেকনাফঅবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তরের

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক, আলোকিত টেকনাফ

কক্সবাজার জেলারয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।
জানাযায়, জেলায় ১০৫ টি ইটভাটার মধ্যে প্রায় ৬২ টি ইটভাটা অবৈধ। যার কারণে এসব অবৈধ ইটভাটা ‍উচ্ছেদে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে কক্সবাজারের রামু থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ।

তিনি জানান, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে কক্সবাজারেও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ ও ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments