বাড়িবাংলাদেশঅর্থ সম্পদই জীবনের সব কিছু নয়, শিক্ষা দিয়েছে করোনা

অর্থ সম্পদই জীবনের সব কিছু নয়, শিক্ষা দিয়েছে করোনা

আলোকিত ডেস্ক

করোনা মহামারীর এ সময়ে দুর্নীতি-অনিয়ম করে আয় করা টাকা জীবন বাঁচাতে কাজে আসেনি মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা সময় দেখে যেতো একটু থেকে একটু হলেই চিকিৎসার জন্য বিদেশ চলে যেতো। কিন্তু করোনা বুঝিয়ে দিয়ে গেলো টাকা-পয়সার কোন মূল্য নেই। আর মনে হয় এই ভাইরাস এসেছে মানুষকে শিক্ষা দিতে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী জানান, করোনা ভ্যাকসিনের আবিস্কার হলে তা যেনো দেশের মানুষ দ্রুত পায় সেই ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্যাকসিন কেনার জন্য এক হাজার কোটি টাকা বুকিংও দিয়ে রেখেছে বাংলাদেশ।

তিনি আরো বলেন, দ্বিতীয় দফায় করোনার ধাক্কা আসছে। সবাইকে তাই সচেতন হতে হবে। আওয়ামী লীগ সরকার গঠনের পরই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। দেশের মানুষের বিশ্বাসও আওয়ামী লীগের উপর। যারা সরকারের বিভিন্ন সমালোচনা করছেন, তারাই বর্তমান সরকারের দেয়া বিভিন্ন সুবিধা ভোগ করছেন। সমালোচনার নামে সরকারের নামে মিথ্যা প্রচারণা না চালানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করলে, একসাথে এতগুলো বাসে আগুন দিতো না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments