বাড়িবাংলাদেশআক্রান্ত ৬০ হাজার ছাড়াল, মোট মৃত্যু ৮১১

আক্রান্ত ৬০ হাজার ছাড়াল, মোট মৃত্যু ৮১১

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৮১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন।    

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।  

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮২৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮২৮ জনের মৃত্যু হয়েছে।       

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ৮০৪ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬৬ লাখ ১ হাজার ৩৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৬৪৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩২ লাখ ৬১ হাজার ২৭৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮১১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন।    

RELATED ARTICLES

Most Popular

Recent Comments