বাড়িকক্সবাজাররামুআগামী প্রজন্মকে ধর্মের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

আগামী প্রজন্মকে ধর্মের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

নীতিশ বড়ুয়া, রামু :

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, ধর্মের ভিত্তিতে কোন রাষ্ট্র গঠন হয়নি। রাষ্ট্র গঠন হয় জাতি সত্বার ভিত্তিতে। একাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করে ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বঙ্গবন্ধু কণ্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনার সরকার ইসলাম ধর্মের উন্নয়নের পাশাপাশি অন্যান্য ধর্মের উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। দেশে এই প্রথম কোন সরকার মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের কথা চিন্তা করে তাদের কাছে উপহার পাঠিয়েছেন। যদি কোন মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের নাম বাদ পড়ে থাকে তাদের নাম সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে ও সরকারি ভাবে প্রদত্ত ত্রাণসামগ্রী প্রতিবারই যেন ইমাম-মোয়াজ্জিনরা পায় সে ব্যাবস্থা করার জন্য চেয়ারম্যানদের প্রতি আহবান জানান। আগামী প্রজন্মকে ধর্মের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে এবং বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ধর্মপ্রাণ মুসল্লিদের সচেতনতায় ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহবান জানান।
রামুতে ইমাম-মোয়াজ্জিনদের কাছে প্রধানমন্ত্রীর চেক বিতরনকালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি একথা বলেন।
বৃহষ্পতিবার (২৫ জুন) রামুর রশিদনগর, চাকমারকুল ইউনিয়ন ও আগের দিন বুধবার ফতেখাঁরকুল, কাউয়ারখোপ ইউনিয়নের ইমাম-মোয়াজ্জিনদের কাছে এ চেক বিতরন করা হয়।
বিকালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজারের ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি মঞ্জুর আলমের নামাজের জানাযায় অংশ নেন।
পৃথক ভাবে চেক বিতরণকালে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বুধবার আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে রামু সেনাবাহিনী পরিচালিত গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যান কর্তৃক কোয়ারেন্টাইন সেন্টার উদ্বোধন, কাউয়াখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গ্রীন এনভাইরনমেন্ট মুভমেন্ট এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন এবং কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়া পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments