বাড়িশ. ম. দীদার ব্লগআজকাল তোমাকে থেকে থেকে পড়ে মনে

আজকাল তোমাকে থেকে থেকে পড়ে মনে

|| শ. ম. দীদার ||
———————-

আজকাল তোমাকে থেকে থেকে মনে পড়ে
(তারপর) মাথার ভেতর মস্তিস্ক ঠিক থাকে না
তোমাকে বোধয় একেবারে কখনো ভুলে যায়নি

এবং অন্ধকারের থরে থরে সাজানো অন্ধকার
হীম হাওয়ার থোকায় থোকায় হীম হাওয়া
আর সুনসান নিঃশব্দতা ছাড়া কিছুই বাকী থাকে না
যখন অন্ধকারের সামনে সমানে জমাট বাঁধা অন্ধকার
বিরান প্রান্তরে অনিশ্চয়তার মিছিল।

থ’ খেয়ে পড়ে আছে শায়ক বেঁধা শালিক
আহা! থেমে গেছে যে জীবন
তারে তুমি জীবন দিতে সচেষ্ট!
গতি দিতে অক্ষম
যে ঝরা ফুল তুমি রেখেছ গোপনে
বইয়ের পরতে পরতে অতি যতনে
সে না বিলায় গন্ধ;
তবু তারে শুঁকে শুঁকে কেন মরিয়া মিছে
যে সময় একবার চলিয়া গিয়াছে
সে কী ফিরে হায় কারো আশে

আজকাল তোমাকে থেকে থেকে পড়ে মনে
(তারপর) মাথার ভেতর মস্তিস্ক ঠিক থাকে না
অন্ধকারে মুখোমুখি অন্ধকার
অনবরত নিঃশব্দতা, হাতের দিকে
হাত বাড়ানো হীম হাওয়া

——————————————————————————–

শ. ম. দীদার
প্রোটেকশন অ্যান্ড ইনক্লুশান অ্যাডভাইজার, হেল্পএইজ ইন্টারন্যাশনাল
এবং
সহযোগী সম্পাদক- আলোকিত টেকনাফ ডটকম

প্রকাশকালঃ ১৬ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২৮

উতসঃ  আজকাল তোমাকে থেকে থেকে পড়ে মনে

 

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments