বাড়িআলোকিত টেকনাফইয়াবা দমনে চার স্তরে ‘যুদ্ধ’ চালাবে বিজিবি

ইয়াবা দমনে চার স্তরে ‘যুদ্ধ’ চালাবে বিজিবি

নিজস্ব প্রতিনিধিঃ-

ইয়াবা দমনে বিজিবি চার স্তরে যুদ্ধ চালাবে জানিয়েছেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. আইনুল মোর্শেদ খান পাঠান।

বিগ্রেডিয়ার মোর্শেদ বলেন, ইয়াবা প্রবেশের রুট, গডফাদার, বহনকারী ও সেবনকারী এই চার স্তরে কারা কারা জড়িত তা পৃথকভাবে সনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। সামনে নির্বাচন। নির্বাচনের পরে এ যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে কেউ রেহায় পাবে না। ইয়াবা দমন করবোই।

আজ শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই যুদ্ধে সফল হতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এসএম বায়েজীদ খান, ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল আহসান খান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ ও প্রথম আলো’র কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments