বাড়িসারাদেশ“ইয়াবা ব্যবসায়ী ২১ জনপ্রতিনিধি” শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ

“ইয়াবা ব্যবসায়ী ২১ জনপ্রতিনিধি” শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ

|| বার্তা পরিবেশক ||

গত ২৭ অক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পরিবর্তন ডটকম ও ২৮ অক্টোবর স্থানীয় অনলাইন এবং পত্রিকায় প্রকাশিত ইয়াবা ব্যবসায়ী ২১জনপ্রতিনিধি এরা কারা শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের একাংশে শাহ আলমের নামের আগে আমাকে জড়িয়ে স্বামী বলে আমার নাম জড়ানো হয়েছে। বিগত কিছুদিন আগে তার পরকীয়া ও অবৈধ সম্পর্কের জের ধরে আমি ইসলামী শরীয়াহ মোতাবেক কাজী অফিসের মাধ্যমে তার সাথে আমার বিবাহ-বিচ্ছেদ হয়। সে হিসেবে শাহ আলম বর্তমানে আমার স্বামী নয়, তার সাথে আমার বিবাহ -বিচ্ছেদ হয়েছে। যা আমি বিবাহ-বিচ্ছেদের কপি বিভিন্ন সংস্থার নিকট হস্তান্তর করেছি। বর্তমানে আমি আমার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়ীতে আছি এবং বিবাহ বিচ্ছেদের পর থেকে আমার কাছে আর স্থাবর-অস্থাবর কোন সম্পত্তি বা টাকা পয়সা নাই। তাই আমি সেই সত্যতা জনসম্মুখে প্রকাশ ও জানানোর জন্য গোয়েন্দা সংস্থাসহ সকল প্রশাসন ও কমর্রত মিডিয়া কর্মী ভাইদের সার্বিক সহযোগীতা কামনা করছি।

সেইসাথে আগামীতে প্রকাশিত যে কোন সংবাদে আমার স্বামী না লিখে আপনারা সরাসরি শাহ আলমের নিজ পরিচয় ব্যবহার করিলে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকিব। এছাড়া আমার মা দুই-দুইবারের নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি ছিল, আমার বাবা একজন সরকারী কর্মচারী, সেই সাথে রাজনৈতিক পরিবার থেকে আমার সুনামের সহিত বেড়ে উঠে এতটুকু পর্যন্ত আসা। বিগত ১০ বছর ধরে শাহ আলমের পরকীয়া ও অবাধে যৌন মেলামেশার কারণে আমি মানসিকভাবে নির্যাতিত ছিলাম। কারণ আমি সম্মানকে ভয় করি বলে কাউকে বুঝতে দেইনি, যে আমি কি রকম নির্যাতিত। সেইসাথে মানসিকভাবে কষ্ট পেয়ে ভীষণ অসুস্থতায় ছিলাম। মাঝে মধ্যে আমি স্ট্রুকও করতাম। বর্তমানে যাদের অধীনে চিকিৎসা আছি এ্যাপোলো হাসপাতালের মানসিক ও কাউন্সেলিং বিশেষজ্ঞ ডা: নিগার সুলতানা, ডা: লিটন মল্লিক এবং ভারতের বেলুর মানসিক ইন্সটিটিউটের মানসিক ও কাউন্সেলিং বিশেষজ্ঞ ডা: নিদি দেবী। তাদের কাছে চিকিৎসার জন্য যাওয়ার আমার একটাই কারণ ছিল, সেটা হল শাহ আলমের সেই পরকীয়ার ভয়াবহ স্মৃতি ও কষ্টগুলো যেন আমার জীবন থেকে মুছে যায়। বর্তমানে আমার বড় ছেলে সাংশাইন গ্রামার স্কুলে পড়ে এবং ছোট ছেলে টেকনাফে আমার সাথে আমার বাবার বাড়ীতে আছে। এরপর থেকে বাচ্চাদের খরচ বা ভরণপোষণও দেয় না। এমনকি তার সাথে যোগাযোগও বিচ্ছিন্ন আছে। আমি বাচ্চাদের উজ্জল ভবিষৎ চিন্তা করে আগামীতে আমার পথচলা। তাই আমি নারী চুপ থাকতে পছন্দ করি, প্রতিবাদ করতে ভালবাসি আর সম্মানকে সমসময় বেশী প্রাধান্য দেয়। এ পর্যন্ত আমার এতটুকুতে আসার একটাই কারণ হল সৎ সাহসিকতা ও যেকোন দূর্নীতি নিয়ে প্রতিবাদ করা। আমি রাজনীতিতে থাকব কি থাকবনা সেটার রাখবে এলাকার জনগণ। যদি জনগণের সেই রায় আমার বিপক্ষে যায়, তাহলে আমি হাসিমুখে রাজনীতি থেকে স্ব-ইচ্ছায় বিদায় নেব। এটা আমার ওয়াদা। কিন্তু হঠাৎ করে সংবাদপত্র মাধ্যমে ইয়াবা ব্যবসায়ী ২১জন জনপ্রতিনিধির তালিকায় আমাকে জড়ানো এটি একটি ষড়যন্ত্রের গন্ধ । আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এই সংবাদ প্রকাশিত হয়েছে। তাই এলাকার শুভাকাংখী ও সর্বস্তরের জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে উক্ত ভূঁয়া, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
পরিশেষে আমি আমার বাচ্চাদের উজ্জল ভবিষতের জন্য একজন সংগ্রামী মা হিসেবে সবার দোয়া ও ভালবাসা কামনা করছি।

প্রতিবাদকারী
কোহিনুর আক্তার
সভপতি, মহিলা আওয়ামীলীগ,টেকনাফ উপজেলা
প্যানেল মেয়র, টেকনাফ পৌরসভা
প্রধান সম্পাদক, টেকনাফ নিউজ ৭১ ডটকম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments