বাড়িকক্সবাজারঈদগাঁওতে চিকিৎসা দেয়া বন্যহাতিটি বাঁচানো গেল না

ঈদগাঁওতে চিকিৎসা দেয়া বন্যহাতিটি বাঁচানো গেল না

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদরের ঈদগাঁওর গহীন বনে অসুস্থ হয়ে পড়া হাতিটিকে চিকিৎসার পরও বাঁচানো যায়নি। ৩ জুন হাতিটি বন এলাকায় মৃত অবস্থায় পড়ে আছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’দিন আগে ভোমরিয়াঘোনা রেঞ্জের অধীন পার্শ্ববর্তী খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বনবিট ও রাজঘাট বনবিট সংলগ্ন বন এলাকায় হাতিটির মৃত্যু হয়। সংবাদ পেয়ে ৬ জুন ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাণী সম্পদ চিকিৎসকদের মাধ্যমে মৃত হাতিটির ময়না তদন্ত সম্পন্নের জন্য নমুনা সংগ্রহ করা হয়। ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ পেলেই জানা যাবে হাতিটি মৃত্যুর প্রকৃত কারণ।

স্থানীয়দের ধারণা, শিকারীর গুলিতে হাতিটির ডান পায়ে মারাত্মক জখম হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত হাতিটিকে সৎকারের প্রক্রিয়া চলছিল।

উল্লেখ্য, গত ১৯ মে ভোমরিয়াঘোনা রেঞ্জ অফিসের উদ্যোগে একদল প্রাণিসম্পদ চিকিৎসক হাতিটির সর্বশেষ চিকিৎসা সম্পন্ন করেন। চিকিৎসার পর হাতিটি ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠে এবং খাবারের সন্ধানে বেশ কয়েকবার লোকালয়ে হানা দিলে স্থানীয় লোকজন হাতিটিকে বনের দিকে তাড়িয়ে দেয়। এরপরেই হাতিটির মৃত্যু হল।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments