বাড়িকক্সবাজারঈদগাঁও নদীর ঢলে আবারো ভেঙ্গেছে বাঁশঘাটার কাঠের ব্রিজ : জনদুর্ভোগ চরমে

ঈদগাঁও নদীর ঢলে আবারো ভেঙ্গেছে বাঁশঘাটার কাঠের ব্রিজ : জনদুর্ভোগ চরমে

সৈয়দ আবদুর রহমান, অতিথি প্রতিবেদক :

কক্সবাজার সদরের ঈদগাও বাজার ও ইসলামাবাদের সংযোগকৃত বাঁশঘাটার কাঠের ব্রিজটি এই বছরের বন্যায় আবারো ভেঙ্গে গেছে।

ফলে রমজান ও ঈদের বাজারের জন্য আসা হাজার হাজার মানুষ আবরো দুর্ভোগে পড়ল। তবে এতে করে ইসলামাবাদের জনগণকেই বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে।
এবার সহ গত তিন বছরে চারটি তক্তার ব্রিজ ভেঙ্গে গেল।

গত ৯২/৯৩ সালে জমানো ব্রিজটি বিগত ২০১৬ সালে বন্যার পানিতে ভেঙ্গে গেলে ওই বছর বাজার ব্যবসায়ীদের সহযোগীতায় ক্রমান্বয়ে দুইটি কাঠের ( তক্তার) ব্রিজ নির্মান করা হয়।

সেগুলোও পরপর ভেঙ্গে গেলে পরে ১৬ সালে আবারো একটি কাঠের ব্রিজ নির্মিত হয় স্থানীয়দের সহযোগীতায়।

পরবর্তীতে ওই স্থানে প্রায় আড়াই কোটি টাকা বাজেটের জমানো ব্রিজের টেন্ডার পাস হলে পশ্চিম পার্শ্বে টেন্ডারকারীর অর্থায়নে অস্থায়ীভাবে আরেকটি কাঠের তৈরি ব্রিজ নির্মাণ করা হয়।

১০ জুন দুপুরের বৃষ্টিতে নদীতে ঢল নামলে ওই ব্রিজটিও ভেঙ্গে এখন ইংরেজি S / V অক্ষরের মত হয়ে গেছে।

ফলে জন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কখন ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় । এই দৃশ্য দেখার জন্য শত শত মানুষ অপেক্ষা করলেও ব্রিজটি রক্ষা করার জন্য একজন মানুষও এগিয়ে আসতে দেখা যায়নি।

যদিও কিছুটা চেষ্টা করলে হয়ত এই বছর পর্যন্ত টিকিয়ে রাখা যেতো ব্রিজটি। আর এরমধ্যে জমানো নতুন ব্রিজটিও পুরোপুরি নির্মাণ হয়ে যেতো।

এখন আবারো সীমাহীন দুর্ভোগে পড়তে হলো বাজার ও নদীর উত্তর পাড়ের মানুষ জনকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments