বাড়িকক্সবাজারঈদের দিনে কক্সবাজারে ১৯ করোনা ‘পজিটিভ’, রোহিঙ্গা ৪ ও বান্দরবানে দুই

ঈদের দিনে কক্সবাজারে ১৯ করোনা ‘পজিটিভ’, রোহিঙ্গা ৪ ও বান্দরবানে দুই

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে একদিনে সর্বাধিক ৪৯ জন নতুন করোনা ‘পজিটিভ’ রোগী পাওয়ার পরদিন সোমবার (২৫ মে) সেই সংখ্যা কমে এসেছে ২৫ জনে। এ দিন মাত্র ৯৪ জন রোগীর করোনা টেষ্ট করে এই সংখ্যা মিলেছে। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে ফলোআপ কোন রোগীর করোনা ‘পজিটিভ’ আসেনি।

তবে নতুন শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে পার্বত্য বান্দরবান জেলার দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৪ জন রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল  এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, সোমবার নতুন শনাক্ত হওয়া ২৫ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদরে ৭ জন, উখিয়া উপজেলায় দুইজন, চকরিয়া উপজেলায় ৮ জন, কুতুবদিয়া উপজেলায় একজন ও মহেশখালী উপজেলায় একজন এবং পার্বত্য বান্দরবানে দুইজন ও রোহিঙ্গা শরণার্থী ৪ জন রয়েছেন।

তবে এ দিনে ৬৯ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্ট নেগেটিভ এসেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments