বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় ইয়াবা নিয়ে ধরা খেল চার রোহিঙ্গা মাদক কারবারি

উখিয়ায় ইয়াবা নিয়ে ধরা খেল চার রোহিঙ্গা মাদক কারবারি

শাহ মুহাম্মদ রুবেল 

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী থেকে ৩০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা মাদক কারবারি কে আটক করেছে র্যাব। এসময় ইয়াবা বিক্রয়ের নগদ ২ লাখ ৮১ হাজার টাকা ও উদ্ধার করা হয়৷ 

আটককৃতরা হচ্ছে – ঝামতলী রোহিঙ্গা ক্যাম্পের নুর উদ্দিনের ছেলে আসমত উল্লাহ (২৯), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ বাদুর ছেলে মোহাম্মদ রফিক (২৩), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত্যু আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ কাশিম (৪৩) এবং পালংখালী ইউনিয়নের জুমেরছড়া এলাকার শাহ আলমের ছেলে মিজানুর রহমান (২০)। 

শনিবার (২৮ অগাস্ট) রাত ৮ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সংলগ্ন এলাকা থেকে তাদের ৪ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন র‍্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদী। 

তিনি বলেন, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে ঐ এলাকায় অভিযানে যায় র‍্যাব। এসময় র‍্যাব সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ এবং সাথে থাকা ব্যাগ তল্লাশী করে এসব ইয়াবা এবং  নগদ টাকা পাওয়া যায়। 

আটককৃতদের ইয়াবা এবং নগদ টাকাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব-১৫ এর এ কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments