বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় ক্ষতিগ্রস্থ ১৮ শত হত দরিদ্র পরিবারের মাজে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন...

উখিয়ায় ক্ষতিগ্রস্থ ১৮ শত হত দরিদ্র পরিবারের মাজে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এমপি বদি

মিজানুর রহমান মিজান, স্পেশাল করস্পন্ডেন্টঃ-

কক্সবাজারের উখিয়ায় আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় রোহিঙ্গা অধ্যুষিত ক্ষতিগ্রস্থ হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বুধবার রত্মা পালং ইউনিয়ন পরিষদে অনুষ্টিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উখিয়া -টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। রত্মা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিকী । স্বাগতম বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর সোসিও ইকনোমিক এডভান্সমেন্ট অব বাংলাদেশ (আসিয়াব) পরিচালক (কর্মসূচী) মোহাম্মদ আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)এর প্রজেক্ট কর্ডিনেটর সাংবাদিক সাঈদ মোহাম্মদ আনোয়ার, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সহ পরিষদের মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার।
প্রধান অতিথি সংসদ সদস্য আবদুর রহমান বদি তার বক্তব্যে রোহিঙ্গাদের মানবিক সেবার পাশাপাশি এনজিও সংস্থা আসিয়াব স্থানীয় দরিদ্র জনগোষ্টিকে সহযোগিতায় এগিয়ে আসায় এনজিও সংস্থা আসিয়াব কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এসোসিয়েশন ফর সোসিও ইকনোমিক এডভান্সমেন্ট অব বাংলাদেশ (আসিয়াব), সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ও বিদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যেগে উখিয়ার রত্মা পালং ইউনিয়নের ১৮ শত হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, লবণ সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্টানটি পরিচালনা করেন আসিয়াবের প্রজেক্ট কর্ডিনেটর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments