বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় টিয়া বীজে অধিক ফলন, কৃষকের মুখে হাসি

উখিয়ায় টিয়া বীজে অধিক ফলন, কৃষকের মুখে হাসি

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় টিয়া ব্রান্ডের হাইব্রিড বীজ দিয়ে বুরো চাষে আশানুরূপ ফলন হয়েছে। অধিক ফলন উৎপাদন দেখে চাষিদের মুখে হাসি ফুটেছে।

কৃষি বিভাগের বার্ষিক প্রণোদনা কর্মসূচির আওতায় লাল তীর কোম্পানির টিয়া ব্রান্ডের হাইব্রিড বীজ চাষিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬ হাজার ৪ শত ৬০ হেক্টর জমিতে বুরো চাষের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হেক্টর বেশি।

রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে বোরো চাষের ক্রপ কাটিং ও চাষিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার। এতে সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ মুরব্বি মাস্টার নাজির হোসেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- লালতীর কোম্পানির আঞ্চলিক বিপণন কর্মকর্তা শাহাদাত হোসাইন, উখিয়া কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মুশতাক আহমদ, লালতীর কোম্পানির টেরিটরি অফিসার সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মমতাজ আহমদ, মাষ্টার জোবাইর, চাষি আলতাজ মিয়া, হাজী অলি আহমদ ও রফিকুল আলম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান, মহামারী করোনা কালীন সময়ে কৃষি বিভাগ সাধ্যমত চাষাবাদের সঠিক পরিচর্যা, রোগ বালাই দমনসহ অধিক ফলন উৎপাদনে সার্বক্ষনিক কৃষকদের পাশে রয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনায় বরাদ্দ কৃত লাল তীর কোম্পানির টিয়া ব্রান্ডের বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ চাষিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

তিনি বলেন, কৃষি বিভাগের প্রণোদনার টিয়া বীজ দিয়ে বুরো চাষ করে কৃষকরা অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হয়েছে।

লালতীর কোম্পানির আঞ্চলিক বিপণন কর্মকর্তা সাহাদত হোসাইন বলেন, টিয়া বীজ ধান দিয়ে চাষ করলে ১ শত দিনের মধ্যে পাকাধান ঘরে তুলা সম্ভব । এতে একর প্রতি ফলন উৎপাদন হয় ১২০ মন। সাইফুল ইসলাম জানান, রোগ বালাই কম ও ভালো ফলন উৎপাদন দেখে চাষিদের মাঝে টিয়া বীজ দিয়ে চাষাবাদে দিন দিন আগ্রহ বাড়ছে।

অনুষ্ঠানে চাষি হাজী অলি আহমদ সহ উপস্থিত চষিরা লাল তীর কোম্পানির টিয়া ব্রান্ডের হাইব্রিড বীজ বুরো মৌসুমে ধান চাষ করে আশানুরূপ ফলন উৎপাদন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments