বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ আটক-৩

উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ আটক-৩

শাহজাহান চৌধুরী শাহীন ॥

মিয়ানমার থেকে মরিচের বস্তার ভিতরে লুকিয়ে বিশেষ কৌশলে পাচারের সময় কক্সবাজার ৩৪ বিজিবি’র রেজুআমতলী বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১৫ জুন ভোর ৫ টার দিকে এ অভিযান চালানো হয়। আটক ইয়াবার মুল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে দাবী করেছেন বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার ১৫ জুন ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজারে উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র তুলাতলী জলিলের গোদা নামক স্থানে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে সোমবার ভোর ৫টার দিকে মিয়ানমার থেকে মরিচের বস্তার ভিতরে বিশেষ কৌশলে পাচার করে আনা ইয়াবা একটি ইজিবাইক যোগে তুলাতলী হতে কুতুপালংয়ে নিয়ে যাচ্ছিল। বিজিবি সদস্যরা ইজিবাইক ধাওয়া করে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া করবুনিয়া এলাকার মোঃ হাকিম আলীর ছেলে মোঃ জোবায়ের (২১), পূর্ব দেখুলিয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে মোঃ শেখ আনোয়ার (২০) ও করবুনিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মাঃ বাপ্পি (২০)। আটক দেড় লাখ পিস ইয়াবার মুল্য ৪ কেটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি। এঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা হয়েছে।

বিজিবি জানায়, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্য অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

প্রসংগত,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি হতে চলতি জুন পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৪৫ কোটি ২৭ লাখ টাকার ইয়াবাসহ ২৮৭ জনকে আটক করেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments