বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় বিজিবির অভিযানে ৮ লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ২

উখিয়ায় বিজিবির অভিযানে ৮ লক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ২

নুরুল আবছার নাহিদ ,টেকনাফ করেসপনডেন্ট :

গ্রামীন কাচা রাস্তাগুলো টেকসই করণের লক্ষ্যে হেরিন বোন বন্ড এইচবিবি করণ (১ম সংশোধনী) প্রকল্প ২০১৭-২০১৮ অর্থ বৎছরের রাস্তার দৈঘ্য ১৫০০ মিটার নির্মাণের কাজ এইচবিবি উদ্বোধন করলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান।

হৃীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া মসজিদের সামনে হইতে লাল মোহাম্মদের বাড়ী হয়ে চৌকিদার নুর হোসেনের বাড়ীর সামনে রশিদ মেম্বারের বাড়ী হয়ে,মেইন রোড পযর্ন্ত ৫০০মিটার রাস্তা এইচবিবি ও বাহারছড়া ইউনিয়নে চৌকিদার পাড়া হাফেজ মেম্বারের বাড়ী হতে,নুরুল ইসলামের বাড়ী পযর্ন্ত ১০০০ মিটার মোট ১৫০০ মিটার যার বরাদ্দ  ৬১,৬৭,৪০০/- (একষট্রি লক্ষ সাতষট্টি হাজার চার শত টাকার) টাকা।রাস্তা এইচবিবি নির্মানের কাজ ১৩ এপ্রিল শনিবার বেলা ১১ টায় উদ্বোধনী করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ, হৃীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোছন, উপজেলা ১ম প্রথম শ্রেনীর ঠিকাদার  নুরুল হোসাইন, ঠিকাদার এবিএম জাফর আলম, মোঃ আব্দুল্লাহ,মোঃ আলম, হৃীলা ৩.৫.৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা নাসরিন পারভিন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ রশিদ, বিশিষ্ঠ লবন ব্যবসায়ী মোঃ হানিফ, হৃীলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ম্যানেজার শহীদুল ইসলাম শহিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী জালাল উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments