বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় মাদক কারবারি গুলিবিদ্ধ, অস্ত্র-ইয়াবা উদ্ধার

উখিয়ায় মাদক কারবারি গুলিবিদ্ধ, অস্ত্র-ইয়াবা উদ্ধার

শাহ মুহাম্মদ রুবেল, আলোকিত টেকনাফ ডটকম।

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে র‌্যাবের সাথে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় জাফর আলম নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, একটি বিদেশশি পিস্তল, এক রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, গুলিবিদ্ধ মাদক কারবারিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুরে বালুখালী কাস্টমস এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের খবরে র‌্যাব-১৫ এর একটি টিম অভিযানে নামে। এ সময় মাদক কারবারিরা গুলিবর্ষণ করলে র‌্যাবের পাল্টা গুলিতে মাদক কারবারি জাফর গুলিবিদ্ধ হয়। জাফরকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গুলিবিদ্ধ জাফর আলম (৪০) উখিয়ার বালুখালী এলাতার ছৈয়দুল মোস্তফার ছেলে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments