বাড়িআলোকিত টেকনাফউখিয়া উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উখিয়া উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীরঃ

কক্সবাজারের উখিয়ার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সমন্বয়ে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল এগারোটার সময় উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি এমপি। এসময় বক্তব্য রাখেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, সিআইপি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন,উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলাম, উখিয়া থানার ওসি আবুল খায়ের, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী ও রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মৌলভী বখতিয়ার আহমদও উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান। এছাড়াও উখিয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,জন প্রতিনিধি,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন। উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি বলেন, উখিয়া-টেকনাফের অসমাপ্ত কাজগুলো দ্রত শেষ করার তাগিদ দেন। নর্ব নির্বাচিত উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, সকলের সমন্বয়ে উখিয়া উপজেলাকে ডিজিটাল উপজেলা করা হবে। এই উপজেলায় বেশির ভাগ রোহিঙ্গার বসতি। তিনি আরো বলেন ইয়াবা কারবারি বিরুদ্ধে এলাকাবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান। এর আগে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিনের নেতৃত্ব নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করে নেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments