বাড়িকক্সবাজারউখিয়াউখিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ

উখিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক। 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আনোয়ারা বেগম নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছে। তিনি ১ইস্টের জি/১৬ ব্লকে আরসা গ্রুপের সদস্য শফিউল আলম শফির স্ত্রী।

রবিবার (১১ জুলাই) রাত ২টা নাগাদ উপজেলার লম্বাশিয়া ১ইস্ট- জি/১৬ ব্লকে শফিউল আলম শফির বসত ঘরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে ক্যাম্প ১ ইস্টের জি ব্লকে রোহিঙ্গা দুই গ্রুপের মধ্যে আকষ্মিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকজন মুখশধারী রোহিঙ্গা সন্ত্রাসী দরজা ভেঙ্গে শফিউল আলমের বসত ঘরে ঢুকে গুলি চালালে তার স্ত্রী আনোয়ারার ডান পায়ের উরুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যান্তরে চিকিৎসা দেয় হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে শফি আলম ও তার ভাই মাহদু আরাকান রোহিঙ্গা সলভেন্সন আর্মি’র (ARSA) সন্ত্রাসী দলের কিলার গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এই ঘটনায় জড়িতদের আটকে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments