বাড়িকক্সবাজারউখিয়াউখিয়া সীমান্তে বিজিবি-মাদক চোরাচালানি গুলি বিনিময়, দেড় লাখ ইয়াবা উদ্ধার

উখিয়া সীমান্তে বিজিবি-মাদক চোরাচালানি গুলি বিনিময়, দেড় লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উখিয়া সীমান্তে মঙ্গলবার রাত আটটার দিকে মাদক পাচারকারী ও বিজিবির মধ্য গুলিবিনিময়ের পর ১ লাখ ৫০ হাজার ইয়াবার বড় একটি চালান জব্দ করা হয়েছে।

৫ মে উখিয়া বালুখালি বিওপি সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী বেড়ীবাঁধ নামক স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। তবে কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ধামনখালী বেড়ীবাঁধ নামক স্থান দিয়ে ইয়াবার বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল দিতে থাকে। এ সময় তিন-চার জনকে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামতে বলে। তারা না থেমে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে তাদের সাথে থাকা বস্তা দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রত মায়ানমারের দিকে পালিয়ে যায়।। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। পরে ওই স্থানে তল্লাশী করে  ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments