বাড়িকক্সবাজারউখিয়াউখিয়া সীমান্ত থেকে ৭০ হাজার ইয়াবা জব্দ

উখিয়া সীমান্ত থেকে ৭০ হাজার ইয়াবা জব্দ

 শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৭০ হাজার বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (২২ জুন) রাত ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আ.সালামের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জনৈক সালামের বাড়িতে পাচারের উদ্দেশ্যে বার্মিজ ইয়াবা রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহল দল ওই ব্যক্তির বাড়ি তল্লাশি করে ৭০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য দুই কোটি দশ লক্ষ টাকা। এর আগে বাড়ির মালিক এবং অন্যান্য সদস্যরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো অস্ত্র ব্যবসায় জড়িত একাধিক মামলায় জামিনে থাকা আসামি জালাল আহাম্মদের ছেলে লুৎফর রহমান (৩৬) ও আলী উল্লাহর ছেলে মো. আব্দুস সালামের। পরবর্তীতে তাদেরকে পলাতক আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। সেই সাথে উদ্ধারকৃত ইয়াবাও থানায় জমা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments