বাড়িকক্সবাজারপেকুয়াউন্নয়নশীল দেশে উত্তরণে পেকুয়া বর্ণাঢ্য র‍্যালি

উন্নয়নশীল দেশে উত্তরণে পেকুয়া বর্ণাঢ্য র‍্যালি

এম. জুবাইদ, পেকুয়া (কক্সবাজার)

দেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ। এ উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় শান্তির পায়রা উড়িয়ে ও ফিতা কেটে উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করা হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা, এডভোকেট কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল জয় চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার, পিআই ও আমিনুল ইসলাম, এনজিও একলাব ম্যানেজার জাহেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাছির উদ্দিন বাদশা, সরকারী বেসরকারি দপ্তরে কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments