বাড়িআলোকিত টেকনাফএক রাতে লাখপতি, জালে ধরা পড়ল ৪০ লাখ টাকার মাছ

এক রাতে লাখপতি, জালে ধরা পড়ল ৪০ লাখ টাকার মাছ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কুতুবদিয়া চ্যানেলে এক জেলের জালে ৮১টি পোয়া মাছ ধরা পড়েছে। এই ৮১টি পোয়া মাছ বিক্রি করে জেলে পেয়েছেন ৪০ লাখ টাকা।

বুধবার (৬ নভেম্বর) মাতারবাড়ি শাইরারডেইল এলাকার জামাল উদ্দিন বহদ্দার নামের এক জেলের জালে এই মাছ ধরা পড়ে। জামাল ওই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

জামাল উদ্দিন বহদ্দার জানান, মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে মঙ্গলবার গভীর রাতে জাল বসিয়ে চলে আসেন তিনি। সকালে জাল তুলতে গিয়ে দেখেন, তা টেনে কূলে আনা যাচ্ছে না। এ সময় আরও লোকজনের সহায়তায় জাল তোলা হলে দেখেন এক ঝাঁক পোয়া মাছ জালে আটকেছে। সবগুলো মাছের আকার বড়। প্রতিটি মাছের ওজন ১৫-২৫ কেজি হতে পারে।

এই পোয়া মাছের প্রথমে ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। পরে কক্সবাজার ফিশারীঘাটের ইসহাক নামে এক ব্যবসায়ী ৪০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন বলে তিনি জানান।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার রহমত উল্লাহ বলেন, মহেশখালী দ্বীপের ইতিহাসে এই প্রথম কোনো জেলের জালে এত বড় সাইজের পোয়া মাছ ধরা পড়েছে। ঘটনাটি সবার মাঝে কৌতুহলের সৃষ্টি করে। আল্লাহর কুদরতিতে হাত দেওয়া অসাধ্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments