বাড়িআলোকিত টেকনাফএনজিওকর্মীদের হোটেল বিল ১৫০ কোটি টাকা

এনজিওকর্মীদের হোটেল বিল ১৫০ কোটি টাকা

ডেস্ক নিউজঃ-

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিদেশি সংস্থাগুলো গত ছয় মাসে ১৫৮ কোটি টাকা হোটেল ও ফ্ল্যাট ভাড়া দিয়েছে।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নির্বাচনের পর নতুন সরকারের আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক হলো এটি।

বৈঠকে সভাপতির বক্তব্যে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকবলেন, আপনারা জেনে অবাক হবেন, গত ৬ মাসে (সেপ্টেম্বর-ফেব্রুয়ারি) এনজিওগুলো হোটেল ভাড়া বিল দিয়েছে প্রায় দেড়’শ কোটি টাকা এবং ফ্ল্যাট ভাড়া বিল দিয়েছে ৮ কোটি টাকার উপরে।

তিনি জানান, রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা টাকার ৭৫ শতাংশই খরচ হচ্ছে যারা তাদের দেখভাল করছেন তাদের পেছনে।

তিনি বলেন, যাদের জন্য বিদেশ থেকে টাকা আনা হয় সেই রোহিঙ্গাদের জন্য টাকার ২৫ শতাংশও খরচ হয় না। আমরা গোয়েন্দা সংস্থাকে বলেছি, বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য। অনুসন্ধানে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যেন মিয়ানমার থেকে আর না আসতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

তিনি বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments