বাড়িআলোকিত টেকনাফএবার ইয়াবা গডফাদারদের বাসায় পাবলিকের হামলা

এবার ইয়াবা গডফাদারদের বাসায় পাবলিকের হামলা

|| পরিবর্তন ডটকম ||

এবার ইয়াবার বিরুদ্ধে জেগে উঠেছে সাধারণ জনতা। গত ৪ দিনে ইয়াবা বিক্রেতাদের কমপক্ষে এক ডজন ‘প্রসাদ’ গুড়িয়ে দিয়েছেন তারা। হঠাৎ সাধারণ মানুষের রোষাণলে পড়ে সপরিবারে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন ইয়াবার গডফাড়াররা।

দীর্ঘদিন পর হলেও টেকনাফের সাধারণ মানুষের ইয়াবার বিরুদ্ধে জেগে ওঠাকে ইতিবাচক হিসেবেই দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বৃহস্পতবিার টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টু, নূর মোহাম্মদ ও নুরুল আবছার খোকনের সুরম্য ভবন গুড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ। এনিয়ে গত ৪ দিনে প্রায় এক ডজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর ভবন গুড়িয়ে দেয়া হয়েছে।

দিনে যৌথ বাহিনী ও রাতে র‍্যাব-পুলিশের অভিযানে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ইয়াবার গডফাদার ও কারবারীরা। এরপর সাধারণ জনগণ জেগে ওঠায় ইয়াবা কারবারীরা পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

টেকনাফ থানার ওসি প্রদিপ কুমার দাশ পরিবর্তন ডটকমকে জানান, টেকনাফে ইয়াবার বিরুদ্ধে পুলিশ সাঁড়াশি অভিযানে আছে। পুলিশের অভিযানের ফলে স্থানীয় জনগণও ইয়াবা গডফাদারদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন।

তিনি জানান, গত কয়েক দিনে জনগণ ইয়াবা ব্যবসায়ীদের একাধিক প্রাসাদ ও আস্তানা গুড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার ফজরের নামাজের পরে নাজির পাড়ার স্থানীয় অধিবাসীরা একাধিক ইয়াবা গডফাদারদের ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে বলে বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পেরেছে। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন পরিবর্তন ডটকমকে জানান, দেরিতে হলেও ইয়াবার বিরুদ্ধে টেকনাফের মানুষ সোচ্চার হয়ে ওঠা ইতিবাচক। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া ইয়াবা নির্মূল করা সম্ভব নয়।

সাধারণ জনগনকে সাথে নিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিশ্চিহ্ন করার আশাবাদ ব্যক্ত করেন কক্সবাজার পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

সুত্রঃ পরিবর্তন ডটকম

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments