বাড়িআলোকিত টেকনাফওসি প্রদীপকে চতুর্থ দফা রিমান্ড শেষে কারাগারে

ওসি প্রদীপকে চতুর্থ দফা রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থ বারের মতো রিমান্ড মঞ্জুর শেষ করে আদালতে হাজির করা হয়েছে। এরপর তাকেসিাড়ে ৪টায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হযেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে র‌্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়। 
মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলাম জানান, ‘সিনহা হত্যার মামলায় আটক বরখাস্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার বিভিন্ন সময়ে ১৫দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এই দীর্ঘ সময়ে সে মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমরা সেসব তথ্য যাচাই-বাছাই করছি। আজ মঙ্গলবার ছিল চতুর্থ দফায় ১দিনের রিমান্ডের শেষ দিন হওয়ায় আমরা তাকে আদালতের কাছে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments