বাড়িআলোকিত টেকনাফওসি প্রদীপের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে আরও একটি মামলা

ওসি প্রদীপের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে আরও একটি মামলা

নিজস্ব প্রতিবেদক

টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এতে প্রদীপ দাশসহ আসামি করা হয়েছে ৩০ জনকে। এদের মধ্যে ২৬ জনই পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ তামান্না ফারাহ্ আদালতে ফৌজদারি দরখাস্তটি দায়ের করেন কক্সবাজার শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার মরহুম ডা. মোঃ ইছহাক খানের পুত্র ও নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। আদালত অভিযোগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশানকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

মামলায় প্রদীপ ছাড়াও অন্য আসামিরা হলেন- টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএম এস দোহা, এসআই মো. কামরুজ্জামান, ইন্সপেক্টর রফিকুল ইসলাম খান, কক্সবাজার সদর মডেল থানার এসআই প্রদীপ, এসআই মো. সাইফুল করিম, টেকনাফ মডেল থানার এসআই মশিউর রহমান, এসআই মনছুর মিয়া, এসআই ছাব্বির, এসআই সুজিত চন্দ্র দে, এসআই মো. বাবুল, এসআই মো. জামাল উল্লাহ, এসআই মো. নাজির উদ্দিন, এসআই আমির হোসেন, এসআই মিসকাত উদ্দিন, এসআই সনজিত দত্ত, কনস্টেবল নাজমুল হাসান, সাগর দেব, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম, হেলাল উদ্দিন, মংচিং প্রু চাকমা, আবদুল শুক্কুর, হেলাল উদ্দিন, মো. মহিউদ্দিন ও সেকান্দর।

এছাড়াও আসামি করা হয়েছে- টেকনাফের দক্ষিণ হৃীলা ফুলের ডেইল গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র মো. জহিরুল ইসলাম, হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আবুল কাশেমের পুত্র মফিজ আহমদ, হৃীলা দরগাহপাড়ার মৃত তাজর মুল্লুকের পুত্র আবুল কালাম প্রকাশ আলম এবং হোয়াইক্যং দক্ষিণ কাঞ্জর পাড়ার মৌং সিরাজুল হকের পুত্র নুরুল আমিনকে।

সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের দায়ের করা ফৌজদারি দরখাস্তে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশ সদস্য ও তাদের দালালদের মাধ্যমে পৃথক চার দফা ঘটনায় নানাভাবে শারীরিক নির্যাতন, হত্যাচেষ্টা, মিথ্যা মামলা দায়েরসহ নানা অভিযোগ আনেন।

বাদিপক্ষে আইনজীবি হিসেবে ছিলেন- কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এভভোকেট আবুল কালাম সিদ্দিকী, সিনিয়র আইনজীবী মো. মোস্তফা, মো. আবদুল মন্নান, ফখরুল ইসলাম গুন্দু, রেজাউল করিম রেজা, এমএম ইমরুল শরীফ।

উল্লেখ্য, চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ নানা অভিযোগে সাংবাদিক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে ৬টি মামলা করা হয়। এসব মামলায় দীর্ঘ ১১ মাস ৫ দিন পর গত ২৭ আগস্ট কারামুক্ত হন নির্যাতিত সাংবাদিক ফরিদ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments