বাড়িকক্সবাজারকক্সবাজারজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে র‌্যাব-১৫

কক্সবাজারজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে র‌্যাব-১৫

মিজানুর রহমান, স্টাফ করেসপনডেন্ট :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকে সাড়াদেশে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাবের ৪টি টীম। তারই অংশ হিসেবে রোববার( ১৭ মার্চ) রাত আটটার দিকে পর্যটন নগরী কক্সবাজারজুড়ে টহল জোরদার করেছে র‌্যাব।

এছাড়াও শহরের গীর্জা ও বিভিন্ন এলাকায় টহল দেয় কক্সবাজার র‌্যাব-১৫’র স্কোয়ার্ড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) শেখ সাদীর নেতৃত্বে একটি টিম।

এসময় তারা সৈকতের ১১ টি পয়েন্ট, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নেয়। স্কোয়ার্ড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) শেখ সাদী বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার কারণে পর্যটন নগরী হিসেবে এই এলাকায় যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্য র‌্যাব নিরাপত্তা বাড়িয়েছে।

স্থানীয়রা জানান, র‍্যাবের টহল দল প্রতিদিন কক্সবাজারের চার্চ গুলোতে টহলের পাশাপাশি নিরাপত্তা চার্চের আশপাশে নিরাপত্তা বৃদ্ধি করেছে। এছাড়াও চার্চের আশপাশে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ে ভেতর সম্প্রীতি বৃদ্ধির জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে র‍্যাব।
র‍্যাবের কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মেহেদি হাসান জানান, কক্সবাজারে চার্চ গুলোর নিরাপত্তায় ১জন অফিসারের নেতৃত্বে বর্তমানে ৪ টি টহল দল কক্সবাজারের সায়মন রোড ও ঘোনার পাড়ায় চার্চের নিরাপত্তায় টহল জোরদার করেছে।
পাশাপাশি কক্সবাজারে অবস্থানরত বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা ও পর্যটকদের নিরাপত্তা জোরদারে পর্যটন এলাকায়ও টহল বৃদ্ধি করেছে র‍্যাব।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments