বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারসহ পুরো দেশকে মাদকমুক্ত করা হবে : আইজিপি

কক্সবাজারসহ পুরো দেশকে মাদকমুক্ত করা হবে : আইজিপি

চকরিয়া প্রতিনিধি::

কক্সবাজারসহ পুরো দেশ মাদকমুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ‘সে লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।’

আজ রোববার সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়ায় চকরিয়া থানা, উখিয়া সার্কেল ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের নব-নির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘দেশের সীমান্ত জেলা কক্সবাজারে জোরালো অভিযান অব্যহত রয়েছে। মাদক নিয়ে কোনো ছাড় নেই। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাদক নিয়ে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। অবৈধ অস্ত্র ছাড়াও বৈধ অস্ত্র বেআইনিভাবে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘পূর্বেকার সংকুচিত থানা ভবনের প্রসার ঘটিয়ে নতুন থানা ভবন নির্মাণ করায় পুলিশের কর্ম পরিধিতে স্পৃহা বাড়বে এবং এলাকা শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সহজ হবে ও এলাকাবাসী আইনি সহায়তা পেতে সহজ হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফকরুল ইসলাম, সিএমপির পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমার, কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments